Top Newsজাতীয়

চীনের সঙ্গে বাংলাদেশের ২১ সহযোগিতা নথি সই

মোহনা অনলাইন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওই দেশের সঙ্গে ২১টি সমঝোতা স্মারক সই এবং সাতটি ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১০ জুলাই) সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব নথি স্বাক্ষরিত হয়।

সই হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদারে এমওইউ, ব্যাংকিং ও বিমা নিয়ন্ত্রণ বিষয়ে চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে এমওইউ, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির ক্ষেত্রে প্রটোকল অব ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্টস, অর্থনৈতিক উন্নয়ন নীতির ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্পর্কিত এমওইউ, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাবিষয়ক এমওইউ, ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা জোরদারে এমওইউ, চায়না এইড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার ইন বাংলাদেশ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার ওপর আলোচনার কার্যবিবরণী, চীনের সহায়তায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংস্কার প্রকল্প নিয়ে চিঠি বিনিময়, চীনের সহায়তায় নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানে পার্ক নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সংক্রান্ত চিঠি বিনিময়, চীনের সহায়তায় নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্প নিয়ে চিঠি বিনিময়।

আরও যেসব নথিতে সই হয়েছে, সেগুলো হলো চিকিৎসা সেবা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এমওইউ, অবকাঠামোগত সহযোগিতা জোরদার করার বিষয়ে এমওইউ, সবুজ ও কম কার্বন নিঃসরণবিষয়ক উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত এমওইউ, বাংলাদেশকে চীন কর্তৃক বন্যা মৌসুমে ইয়ালুজাংবু/ব্রহ্মপুত্র নদের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহের বিষয়ে এমওইউ নবায়ন, জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে এমওইউ, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মধ্যে এমওইউ, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও বিটিভির মধ্যে এমওইউ, সিনহুয়া নিউজ এজেন্সি ও বাসসের মধ্যে চুক্তি, সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিভির মধ্যে চুক্তি, চীনের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এমওইউ নবায়ন, টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্পর্কিত এমওইউ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বেইজিং সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিকেলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি তার সফর শেষ করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button