সংবাদ সারাদেশ

মাগুরায় বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদলনেতা নিহত

মোহনা অনলাইন

মাগুরায় দফায় দফায় সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছেন। অপরদিকে মোহাম্মদপুর ইউএনও কার্যালয়ে এবং উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিএনপির দাবি, পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় ছাত্রলীগের গুলিতে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমর প্রশাদ বিশ্বাস জানান, আহত তিন পুলিশ সদস্যসহ ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের অফিসসহ সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button