সংবাদ সারাদেশ

নাটোরে চাঁদা না দেওয়ায় ঔষধ ফ্যাক্টরী বন্ধের অভিযোগ

মোহনা অনলাইন

সাম্প্রতিক সময়ে চাঁদা না পেয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গোপালপুর ইউনিয়নের একটি আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, আমাদের এলাকার একটা সন্ত্রাসী গোষ্ঠি আমার কাছে আট লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় চিহ্নিত সন্ত্রাসীরা এক পর্যায়ে আমার প্রতিষ্ঠানের বাইরে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করেন এবং প্রতিষ্ঠানের গেটে চাঁদাবাজরা তালা ঝুলিয়ে দেন। মালামাল বহনকারী বেশ কয়েকটি পরিবহন তারা রাস্তার পাশে ফেলে দেয়। সরাসরি এবং ফোন কলের মাধ্যমে এই চাঁদার টাকা দাবি করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। খুব দ্রুত ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সাথে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এই ধরনের কার্যক্রম আমার উপজেলায় অনেকগুলোই ঘটছে তবে আমাদের সাথে সাথে আপনাদের সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে আপনারা এবং আমরা সবাই মিলে এই চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হব।অভিযোগের ভিত্তিতে খুব দ্রুত উক্ত ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগষ্ট দেশ ছাড়তে বাধ্য হোন ক্ষমতাশীন আওয়ামীলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার দেশত্যাগের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহন করেন অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ আরো বিশ(২০)জন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি উপদেষ্টা শপথ নেওয়ার পরপর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো রকম অবৈধ উপায়ে চাঁদাবাজী ও চাঁদা আদায় করতে গেলে প্রতিহত করার জন্য।এরই মধ্য বর্তমান প্রধান বিরোধীদল জাতীয়বাদী দল বিএনপির শীর্ষ নেতারা ও হুঁশিয়ারি দিয়ে বলেছেন দলের নাম ভাঙ্গিয়ে কেউ কোনো শিল্প প্রতিষ্ঠানে চাঁদা দাবী করলে স্থানীয় সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়ার ও আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button