উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের দেওয়া বিভিন্ন অনুদান সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
গেল বুধবার (৪ সে্প্টেম্বর ) সকালে উখিয়ার বালুখালী ৯ নাম্বার ক্যাম্পে এ অনুদান সামগ্রী বিতরণ করে এএসপি ফাউন্ডেশন।
শুভেচ্ছা হিসেবে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য রোহিঙ্গা ক্যাম্পে শিশু খাদ্য, নারী ও শিশুদের বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশের বেসরকারি সংগঠন এএসপি ফাউন্ডেশনের (আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন) মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত নারী ও শিশুদের মাঝে এ অনুদান দেওয়া হয়েছে।
উপহার পেয়ে প্রতিক্রিয়া রোহিঙ্গা শরনার্থী সাদেক বলেন, মিয়ানমারের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়ে আমরা এদেশে আশ্রয় নিয়ে মানবতার জীবন যাপন করছি। এ অবস্থায় এমন অনুধান সামগ্রী আমাদের জন্য বড় পাওয়া।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এএসপি ফাউন্ডেশনের উপদেষ্টা (অব.) ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মনজুর কাদের।
তিনি বলেন, চীন ও বাংলাদেশ বহুপক্ষীয় ক্ষেত্রেও একে অপরকে সমর্থন করে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখে। চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে উদার অনুদান অবশ্যই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন পর্যন্ত জীবনমান উন্নয়নে সহায়তা করবে। চীনের মতো বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশের পাশে সব সময় থাকবে।
এ সময় ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ, রোহিঙ্গা জনপ্রতিনিধি ও শরণার্থী ক্যাম্প ইনচার্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।