বেড়েই চলেছে ডিমের দাম
অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও নিম্ম মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পণ্যটি। আজ শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, এক ডজন ডিমের দাম ১৭০ টাকায় উঠেছে, যা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেশি। আর পাড়া-মহল্লায় ডিম বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা পর্যন্ত ।
সবজির বাজারে দেখা গেছে, কমেনি সবজির দাম। মানভেদে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৬০ থেকে ৮০ টাকা, কহি ৬০ টাকা, ধুন্দুল ৮০ টাকা ও পটোল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ১২০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, শিম ২৫০ থেকে ৩০০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি ধনেপাতা ৪০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা ও আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি পিস ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৮০ থেকে ১০০ টাকা ও প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। লালশাকের আঁটি ২০ টাকা, পাটশাক ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ২০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা, কলমিশাক ১০ থেকে ১৫ টাকা ও পালংশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।