সিরাজগঞ্জের বেলকুচিতে ইমামের বেতন তোলা নিয়ে মসজিদের ভিতরে সংঘর্ষে একজন নিহত
ইসরাইল হোসেন বাবু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ইমামের বেতন তোলা নিয়ে
মসজিদের ভিতরে সংঘর্ষে একজন নিহত, আহত ৮
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তেয়াশিয়া গ্রামে তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদের মধ্যে দুপক্ষের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে প্রতি পক্ষের হামলায় বাবলু প্রমানিক নামে এক তাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৮জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বেলকুচি উপজেলার তেয়াশিয়া গ্রামে কিছু দিন আগে এক সমাজ ভেঙ্গে দুই সমাজ হয়। ইউপি সদস্য মালেকের অত্যাচারে ৭০ টি পরিবার আলাদা হয়ে একটি সমাজ করে আর মেম্বর মালেক ১২টি পরিবার নিয়ে অপর সমাজে নেতৃত্ব দেয়। সমাজ দুইটি হলেও তাদের মর্সজিদ একটি। এক মসজিদেই দুই সামজের মানুষ নামাজ আদায় করে। শুক্রবার জুম্মার নামাজের পর তারাবির নামাজের ইমামের বেতন নিয়ে দুই সমাজের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বর ও তার সহযোগীরা মিলে মুছা প্রমানিক নামে একজন কে মসজিদের ভিতর মারধর করে।
পরে দুই সমাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় প্রমানিক সমাজের ৯ জন আহত হয়। আহতরা প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। সন্ধ্যার দিকে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আনার পথে মারা যান বাবলু। আহত ৮ জন কে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সট ঃ ডাঃ শামীমুল ইসলাম-মেডিক্যাল অফিসার,সিরাজগঞ্জ সদর হাসপাতাল।
এ বিষয়ে রাতে যোগাযোগ করা হলে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, দুপক্ষের পূর্ব বিরোধ থেকে মসজিদের ভেতরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ইসরাইল হোসেন বাবু
সিরাজগঞ্জ।