সংবাদ সারাদেশ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত বান্দরবান

মোহনা অনলাইন

পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবান। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ভ্রমণের দুয়ার খুলেছে পার্বত্য জেলা বান্দরবানে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকে পর্যটকেরা জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াত করতে পারবেন।

বান্দরবান সদর, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি-এ চারটি উপজেলার সীমিত পরিসরে দর্শনীয় পর্যটন স্পটগুলো পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটনশিল্প হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রাণ। পরিস্থিতি বিবেচনায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামতের ভিত্তিতেই সীমিত পরিসরে চারটি উপজেলা ভ্রমণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন উপজেলা-রুমা, থানচি ও রোয়াংছড়িতে ভ্রমণে সরকার নিরুৎসাহিত করেছে। কোনো পর্যটক ক্ষতির সম্মুখীন হোক এটি সরকার চায় না, নিরাপত্তা বিবেচনায় সরকারের এ নিরুৎসাহিত করার বিষয়টি পর্যটকদের মেনে চলতে হবে।

ছবি: সংগৃহীত

এ সময় তিনি ভ্রমণের স্থানগুলোতে নিয়ে যাওয়া জিনিসপত্র বর্জ্য হিসেবে যেন পর্যটকরা ফেলে না আসেন, সে অনুরোধ জানান। একই সঙ্গে পর্যটন স্পটগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে ভ্রমণের জন্য বান্দরবান জেলার সব কটি পর্যটন খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ছবি: সংগৃহীত

এ সময় অন্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, বান্দরবান হোটেল, রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button