সবকিছু ঠিক থাকলে ফিফা ক্লাব বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ক্লাব বিশ্বকাপে দেখা হবে ব্রাজিলের দুই তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়র।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মায়ামিতে ড্র অনুষ্ঠিত হয় । ড্র পরিচালনা করেন ইতালির বিশ্বকাপজয়ী গ্রেট আলেসান্দ্রো দেল পিয়েরো। ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তায় ট্রাম্প বলেন, ‘এই আয়োজন অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’ এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘বিজয়ী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা লম্বা সময় ধরে একে অপরকে জানি। এমন সম্পর্কে আমি সম্মানিত।’
ইনফান্তিনো বলেন, ‘এটি মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার। যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ৩২টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে আসা।’
আগামী বছর ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।
এক নজরে কোন দল কোন গ্রুপে:
গ্রুপ এ: পালমেইরাস (ব্রাজিল), পোর্তো (পর্তুগাল), আল আহলি (মিশর), ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ বি: পিএসজি (ফ্রান্স), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), বতাফোগো (ব্রাজিল), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ (জার্মানি), অকল্যান্ড সিটি (নিউ জিল্যান্ড), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা), বেনফিকা (পর্তুগাল)
গ্রুপ ডি: ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল), এসপেরঁস (তিউনিসিয়া), চেলসি (ইংল্যান্ড), লেওন (মেক্সিকো)।
গ্রুপ ই: রিভার প্লেট (আর্জেন্টিনা), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), মন্তেরেই (মেক্সিকো)
গ্রুপ এফ: ফ্লুমিনেসি (ব্রাজিল), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া), মামেলুয়েডি সানডাউন্স (দক্ষিণ আফ্রিকা)।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), উইদাদ এসি (মরক্কো), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), ইউভেন্তুস (ইতালি)।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ (স্পেন), আল-হিলাল (সৌদি আরব), পাচুকা (মেক্সিকো), রেড বুল সালসবুর্ক (অস্ট্রিয়া)।