জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং কলেজ,এভারগ্রীন নার্সিং ইন্সটিটিউট এবং নর্থ ওয়েস্টার্ন নার্সিং ইন্সটিটিউট এ ২০২৫ সালের নতুন বছরের আগমন উদযাপিত হলো আনন্দঘন পরিবেশে। শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা একত্রিত হয়ে দিনটি বিশেষভাবে স্মরণীয় করে তুলেছেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ স্বাগত বক্তব্য দেন এবং নতুন বছরের জন্য সবার জন্য শুভকামনা জানান।
প্রতিষ্ঠান এর একাডেমিক ডিরেক্টর ডা. এস এম শরীফ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এবং সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি এবং নাটকের মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কাটা পর্ব এবং নতুন বছরের প্রতিজ্ঞা গ্রহণ।
উক্ত ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ডা. আশিক-উর-রহমান জানান নার্সিং শিক্ষার পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি ,ল্যাবরেটরী মেডিসিন ও এম পি এইচ এ উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে।এর পাশাপাশি জাপানীজ টিম এর সরাসরি তত্ত্বাবধানে স্কিল বেজড আইটি লার্নিং এবং জাপানীজ ল্যাংগুয়েজ শিখে জাপানে চাকুরির নিশ্চিত সুযোগ রয়েছে।
নতুন বছর যেন সবার জন্য আরও সফলতা, সুস্বাস্থ্য ও সুখ বয়ে আনে, এই প্রত্যাশায় অনুষ্ঠানটি শেষ হয়।