ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনে স্বামীর মুখে তালাক শুনে মারিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষ ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।
মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে। মারিয়ার স্বামী একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী তানজিল চৌধুরী।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ২ বছর আগে তানজিল চৌধুরী ও মারিয়া আক্তার বিয়ে করেন। বিয়ের পর বনিবনা না হওয়ায় স্বামী-স্ত্রীর সম্পর্ক তেমন ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া হতো। শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান। এই অভিমানে বিষ ট্যাবলেট পান করে আত্মহত্যা করেন মারিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।