সংবাদ সারাদেশ

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২

মোহনা অনলাইন

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় স্যাম্পল রুমের বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানা স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহ্জাহান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বা পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত ও কয়েকজন শ্রমিক আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসক দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বা পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, ‘স্যাম্পল রুমে একটি বয়লার। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি যে সেটি পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্ট্রীম আউট লাইন ছেড়েছে তখন বিস্ফোরণ হয়েছে। পানি ছিল না হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button