চট্টগ্রামসংবাদ সারাদেশ

শিক্ষা সফরে যাওয়া বাস দুর্ঘটনাকবলিত, নিহত ১

মোহনা অনলাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজশিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসটির নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের চালকসহ ছয়জন।

আজ শুক্রবার সকাল সাতটায় উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীদের নিয়ে বনভোজনে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত বাসটি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—কলেজশিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক ও আঁখি।

কলেজের অধ্যক্ষ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় আমরা ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে দুটি বাসে করে নারায়ণগঞ্জ থেকে রওনা দিই। প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার কথা। মিরসরাই উপজেলায় পৌঁছে সড়কের ওপরে উঠে যাওয়া এক পথচারীকে বাঁচানোর চেষ্টার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে। এক একজন পথচারী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

মিঠাছাড়া বাজার এলাকায় কলেজ শিক্ষার্থীদের বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে শুনে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button