মাজার ভাঙার পর এবার নারী ফুটবল ম্যাচে ভাঙচুর। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় আজ বুধবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের জন্য টিনের বেড়া তৈরি করা হয়েছিল। অভিযোগ আছে এলাকার বিক্ষুব্ধ একদল মানুষ সেই বেড়া ভেঙে দেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিম করা হয়।
গত ২৪ জানুয়ারি স্থানীয় ‘টি-স্টার ক্লাব’ জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন মাঠের টিনের বেড়া ভেঙে দেয়। এর আগে বিকেলে আসর নামাজের পর তিলকপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’