ধর্ম ও জীবন

সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে এবার রমজান মাস শুরু হবে আগামী ১ অথবা ২ মার্চ। তবে রমজান শুরুর দিন ২ মার্চ ধরে ঢাকার সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরি অর্থাৎ ২০২৫ সালের রমজান মাসের সাহ্‌রী ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। আহ শনিবার (১ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সাহ্‌রীর শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

২মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহ্‌রীর শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে এবং ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button