অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সরস্বতী পূজা সম্পন্ন

সিডনিসহ অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা । গত শনিবার ও রবিবার এ পূজার আয়োজন করা হয়।
বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সমগ্র অস্ট্রেলিয়ায় অনেকেই উৎসবের আমেজ মেতে ওঠে । বরাবরের মতো এবারও পূজারীবৃন্দ যথারীতি ভাব-গাম্ভীর্যের সাথে দেবী সরস্বতীর চরণে অন্জলী প্রদান করেন ।
বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতী আরাধনার দিনটি খুবই তাত্পর্যপূর্ণ । তাই সকলে বিদ্যার আলোকে, বুদ্ধিমত্তায় চিরকাল সত্যের প্রতি অনুরাগী থাকার আশির্বাদ প্রার্থনা করেছেন । অনেকে আবার পুরোহিতের কাছে সন্তানের পড়াশোনার হাতেখড়ি দিয়েছেন ।
পূজা ও অর্চনা শেষে প্রত্যেকটি মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ার স্থানীয় লোকজন অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেন । সর্বশেষে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় ।