যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ দুই গ্রুপের প্রায় অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, দুই গ্রুপের এক পক্ষে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের কমিটির নেতৃত্ববৃন্দ (যবিপ্রবি শিক্ষার্থী) ও অপর পক্ষে ছিল কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
মূলত শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের (যবিপ্রবি শিক্ষার্থী) কমিটির কয়েকজনের সঙ্গে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের সঙ্গে স্ব স্ব বিভাগের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন। দফায় দফায় সংঘর্ষেরর ঘটনায় দু’পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকেও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতেই যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আহতের দেখতে হাসপাতালে যান।
সার্বিক বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।