সংবাদ সারাদেশ

সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই

মোহনা অনলাইন

নিরাপদে বাড়িতে ফিরতে সড়কে মানুষের জীবনের নিশ্চয়তার দাবি জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।  ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

দুর্ঘটনা রোধে আমরা যখন সড়কে উঠব তখন আমাদের লাইসেন্সসহ গাড়ি ঠিক আছে কিনা চেক করে উঠব।  মঙ্গলবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার উদ্যোগে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কালাম বাবলা।

এ সময় নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে লিফলেট বিতরণ করছে, লিফলেটে যে নিয়ম-কানুনের কথা বলা হয়েছে, তা মেনে চলার চেষ্টা করব। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button