ধর্ম ও জীবন

মসজিদে হারাম ও নববিতে ১০ রাকাত তারাবি

মোহনা অনলাইন

আসন্ন রমজানে মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রমজানে ৫ সালামে ১০ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে। পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল। তবে ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ১০ রাকাত তারাবির পর তিন রাকাত বিতির নামাজও পড়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, করোনাভাইরাস মহামারির পর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববিতে ১০ রাকাত তারাবির নামাজ চালু রাখার মূল কারণ হলো স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা।

কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালে মহামারির সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ২০ থেকে ১০ করা হয়। এই নিয়ম পরে স্থায়ী করা হয়। কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয়।

এছাড়া মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশিসংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার জন্যও ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববিতে প্রতিদিন প্রচুর উমরা পালনকারী আসেন। ১০ রাকাত তারাবির ফলে উমরা ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ।

যদিও করোনা মহামারির অবস্থা নিয়ন্ত্রণে এসেছে, তারপরও মসজিদে হারাম ও মসজিদে নববিতে এই নিয়ম বজায় রাখা হয়েছে। এর ফলে সৌদি আরবের প্রায় মসজিদেই তারাবির নামাজ ১০ রাকাত পড়া হচ্ছে, এটা নিয়ে দেওবন্দসহ বিভিন্ন দেশের আলেমরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তারাবিহর রাকাত কমানোতে মুসল্লিরা অন্যান্য ইবাদত বন্দেগিতে আরও মনোযোগী হতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে তারা প্রার্থনা ও কোরআন তেলাওয়াতে বেশি সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। মসজিদুল হারাম ও মসজিদুল নববিতে বিখ্যাত ইমামরা তারাবিহ নামাজে ইমামতি করবেন। যারা এতে সরাসরি অংশ নিতে পারবেন না, তারা বিশ্বের নানা প্রান্ত থেকে টেলিভিশন সম্প্রচার দেখতে পারবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button