সংবাদ সারাদেশ

চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মোহনা অনলাইন

বন্দরনগরীতে আত্মপ্রকাশ করেছে টেলিভিশন রিপোর্টারদের স্বতন্ত্র ও প্রথম সংগঠন ‘চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক – সিটিআরএন’। বুধবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারির সম্মেলন কক্ষে ‘রিপোর্টার আড্ডা’ অনুষ্ঠানে দীর্ঘ আলোচনার পর এই সংগঠনের ঘোষণা দেয়া হয়।

মূলত গতানুগতিকতার বাইরে ভিন্নধারার একটি প্লাটফর্ম এই সংগঠন। যাতে গুরুত্ব পাবে টেলিভিশন রিপোর্টারদের এক ছাতার নিচে আনা, পেশাগত মানোন্নয়ন, গবেষণা, সুদৃঢ় ঐক্য।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন চ্যানেল টোয়েন্টিফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ।

এতে যুগ্ম আহবায়ক করা হয় এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদকে আহবায়ক, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান একে আজাদকে । কমিটির সদস্যরা হলেন এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ,
চ্যানেল টোয়েন্টিফোরের স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ তাম্মিম মাহমুদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফেরদৌস লিপি, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শহিদুল সুমন। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন আয়োজন করবে। সংগঠনের একটি পরামর্শক কমিটি থাকবে।

এরআগে আলোচনায় অংশ নেন এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরি, বৈশাখি টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, ডিবিসির ব্যুরো প্রধান মাসুদুল হক, এসএ টিভির ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, মাছরাঙ্গা টিভির ব্যুরো প্রধান নাজমুল আলীম সাদেকি, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, একাত্তর টিভির রাজিব বড়ুয়া, এটিএন নিউজের মুনিরুল ইসলাম, আরটিভির সাইফুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের নাঈমুল ইসলাম চৌধুরী, দেশ টিভির মোহাম্মদ নাজিম, সময় টিভির পার্থ প্রতীম বিশ্বাস, সফিকুল আলম, ইন্ডিপেনডেন্ট টিভির আহসান রিটন, অনুপম শীল, আব্দুল্লাহ রাকিব, চ্যানেল টোয়েন্টিফোরের এমদাদুল হক, রণি দত্ত, জোবাইর মনজুর, ইবেন মীর, জিটিভির তৌহিদুল আলম, হুমায়ুন কবির, ডিবিসির মুজিবুল হক, নিউজ টোয়েন্টিফোরের মীর মোঃ আকরাম হোসেন, এখন টিভির ফায়সাল করিম, যমুনা টিভির জোবায়েদ ইবনে শাহাদাত, গ্লোবাল টেলিভিশনের মোঃ আলী রাশেদ, বিজয় টিভির মোরশেদ হোসেন চৌধুরী, এশিয়ান টিভির ব্যুরো প্রধান সারোয়ার আমিন বাবু, নাগরিক টিভির দিদারুল ইসলাম, মোহনা টেলিভিশনের সুমন কুমার দে সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত রিপোর্টাররা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button