সংবাদ সারাদেশ

আল ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোহনা অনলাইন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় আহমেদীয়া হাফিজীয়া মাদরাসা প্রাঙ্গণে আল ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২২ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৭ ঘটিকা থেকে (যোহর ও আছর নামাজ সহ মধ্যাহ্নভোজের বিরতি বাদে) একটানা পবিত্র কুরআন মজিদের ৫ পারা অনুর্ধ্ব ১২ বছর এবং ১০ পারা অনুর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের প্রতিভার সন্ধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুর এবং কুমিল্লা জেলার মোট ৩০টি প্রতিষ্ঠানের ১৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৫ পারা সম্পন্ন ৩০জন এবং ১০ পারা সম্পন্ন ২৫জন হাফেজকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বাদ মাগরিব কচুয়া উপজেলার আশ্রাফপুর তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদের সঞ্চালনায় ও ঢাকাস্থ মেডিলাইফ স্পেশাল হসপিটাল এর এ এম ডি শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচিত প্রতিযোগিদের মাঝে আর্থিক পুরস্কার সহ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের কুরআনের পাখিদের এত সুন্দর প্রতিযোগিতা দেখে আমার মন ভরে গেলো। ধর্মীয় শিক্ষা মানুষকে সৎ ও বিবেকবান হতে সহায়তা করে। তাই আমরা ধর্মীয় স্কলারদের সম্মান করবো এবং তাঁদের সুন্দর কাজে সহায়তা করবো।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যাপক হজরত মাওলানা আবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভি আই পি ল্যান্ডমার্ক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন বেলাল, আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সালাউদ্দীন, ফটিখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক দীন মোহাম্মদ, ঢাকাস্থ মেডিলাইফ স্পেশাল হসপিটাল এর পরিচালক আলহাজ্ব মো: আবু সাইদ ও রায়শ্রী উত্তর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সালাউদ্দীন গাজী সহ প্রমুখ। অতঃপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের মাঝে আর্থিক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের মধ্যে ৫ পারা সম্পন্নদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইব্রাহিম খলিল, মোঃ আহাম্মদ রেজা এবং মোঃ আবু রায়হান। তাদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৭ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৪ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা সহ প্রত্যেককে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অপরদিকে ১০ পারা সম্পন্ন হাফেজদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে মোঃ তানভীর হোসেন, মোঃ সোহান আহমেদ এবং মোঃ জুনায়েদ হোসেন। তাদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা সহ প্রত্যেককে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে।

নির্বাচিত বাকি ৪৯জন হাফেজের প্রত্যেককে ১ হাজার টাকা সহ শিক্ষা সামগ্রী দিয়ে পুরস্কারে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি ১৩২জন প্রতিযোগিদের প্রত্যেককে শান্তনা পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত প্রত্যেক শিক্ষকে আর্থিক প্রণোদনা সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করেন, খামপাড় গ্ৰামে ইতোমধ্যে ৪০জন কুরআনে হাফেজ হয়েছেন। উক্ত অনুষ্ঠানে ৩৫জন হাফেজ ও মাওলানাকে ক্রেস্ট প্রদান করে ভুষিত করা হয়।

এছাড়াও শাহরাস্তি উপজেলা সহ আশপাশের বিভিন্ন উপজেলার কুরআন মজিদের ভক্ত ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীগণ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণ শেষে বা’দ এশা এক মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার অনুপম শিল্পী গোষ্ঠীর (সাবেক সাইমুম শিল্পীগোষ্ঠী) শিল্পী মাস্টার আব্দুল্লাহ্ বিন ফায়েজ, শিল্পী ডাঃ আনিছুর রহমান ও তার দল এবং ফারুক খান, শাহ্ কামাল ও তার দল। এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের রাত এগারোটা পর্যন্ত চলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button