জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত ৮টি কলেজ কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর আজ গতকাল দুপুরে জকিগঞ্জ বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলার ৮ টি কলেজে সফল কাউন্সিলের মাধ্যেমে নেতা নির্বাচন করে দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করেছে জকিগঞ্জ উপজেলার কলেজ সহ সর্বমহলে ছাত্রদল কর্মীরা।
জকিগঞ্জ বাজারে আয়োজিত এই আনন্দ মিছিলে বিভিন্ন কলেজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল টি জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা ত্যাগীদের দিয়ে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, ছাত্রদলের আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জকিগঞ্জের প্রতিটি ছাত্রদলের কর্মী কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিবে ছাত্রদলের কর্মীরা। প্রতিটি কলেজ ক্যাম্পাস কে সন্ত্রাস উগ্রবাদ মুক্ত রাখতে সর্বচ্ছ ত্যাগ শ্বিকার করতে প্রস্তুত আছে দলের নেতা কর্মীরা।
এই আনন্দ মিছিল ও পথসভা জকিগঞ্জের ছাত্রদলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে, যা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।



