সংবাদ সারাদেশ

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি, তৎপরতা নেই পুলিশের

শারীরিকভাবে আক্রমণের পর এবার হত্যার হুমকি পেয়েছেন মোহনা টেলিভিশনের হেড অফ নিউজ মো:বোরহানুল হক। এমন বাস্তবতার পর রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দীর্ঘদিনের এই পেশাদার সাংবাদিক। গত ২৭ ফেব্রুয়ারি করা ওই জিডি নম্বর ২৩৭১। তবে জিডি করার পর কয়েকদিন হয়ে গেলেও এ নিয়ে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি।

শংকিত অবস্থায় জীবন কাটানোর কথা উঠে এসেছে তার জিডিতে। বোরহানুল হক উল্লেখ করেছেন,তাকে কিছু ব্যক্তি হত্যার হুমকি দিয়ে চলেছেন।

জানা গেছে, তার বাসা ও অফিসের সামনে অপরিচিত লোকজনের আনাগোনাও দেখা যাচ্ছে। জিডিতে বেসরকারি মোহনা টিভির বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট জানান,এর আগে গত ৭ আগস্ট তার কর্মপ্রতিষ্ঠানে (মোহনা টিভি) কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে এবং তাদের কোমরে গুঁজে রাখা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের সঙ্গে যেতে নির্দেশ দেয়। তাদের নির্দেশ অনুযায়ী তিনি অফিস থেকে বের হয়ে নিচে নেমে আসেন। এরপর সন্ত্রাসীরা তাকে অস্ত্র দেখিয়ে ধাওয়া করে। উপর থেকে নিচ পর্যন্ত পুরো ঘটনাটি অফিসের সিসিটিভিতে ধরা পড়ে।

এ ঘটনার পর পূর্ব নির্ধারিত অনুযায়ি একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে কানাডায় যান। মাসখানেক পর তিনি দেশে ফিরে আসেন।পরবর্তীতে টেলিভিশন কর্তৃপক্ষের অনুরোধে তিনি আবার তার কর্মস্থলে যোগদান করেন।

মোহনার সংবাদকর্মিরা জানান, সম্প্রতি কিছু অপরিচিত লোকজনকে প্রায়ই তাদের অফিসের বাইরে ঘুরে বেড়াতে দেখা যায়। জিডিতেও এ কথা উল্লেখ করেছেন বার্তা প্রধান সম্রাট। জিডিতে বলা হয়, অফিস সহকর্মীদের হুমকি দিয়ে আগের ওই সন্ত্রাসীদের সহযোগিরা বলেছে, গণমাধ্যমটি ছেড়ে না গেলে তাকে ঈদের পর মেরে ফেলা হতে পারে। বর্তমানে পরিবার নিয়ে আতংকের মধ্যে বসবাস করছেন এই পেশাদার সাংবাদিক।

১৯৯৮ সালে দৈনিক প্রথম আলো দিয়ে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন তিনি। প্রায় ২৬ বছর ধরে কাজ করা বোরহানুল হক দেশের প্রথম নিউজ চ্যানেল সিএসবির সিনিয়র রিপোর্টার, দ্বিতীয় নিউজ চ্যানেল এটিএননিউজের চীফ রিপোর্টার,জনপ্রিয় টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক,দেশটিভির প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতি এবং ২০১৭ সাল থেকে ৭ বছর গুরুত্বপূর্ণ ওই সংগঠনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button