সংবাদ সারাদেশ

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

মোহনা অনলাইন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

গতকাল(১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিয়া কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে এবং গঙ্গাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল সে।

পরিবার সূত্রে জানা যায়, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ভালো না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। বাড়ি ফিরে সারাদিন চুপচাপ ছিল এবং নিজের ঘরেই অবস্থান করছিল। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজের রুমে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

রাত সাড়ে ৭টার দিকে রিয়ার মা তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button