সংবাদ সারাদেশ

কুষ্টিয়ার উন্নয়নে সাংবাদিকদের পাশে চান শেখ সাদী

মোহনা অনলাইন

কুষ্টিয়ার ব্র্যান্ডিং ও উন্নয়নে সাংবাদিক ফোরামকে পাশে চান কুষ্টিয়া সমিতির সভাপতি ও অ্যাশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। রবিবার (০৩ মে) রাতে পল্টনের কুষ্টিয়া ভবনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যাশা জানান শেখ সাদী।

শেখ সাদী বলেন, “কুষ্টিয়া সাংবাদিক ফোরামকে সহযোগী হিসেবে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নে আমি রকেট গতিতে কাজ শুরু করেছি এবং এ কর্মযজ্ঞে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আমি কুষ্টিয়ার মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই, এবং এর জন্য সবকিছু করতে প্রস্তুত।”

এছাড়া, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার এবারের কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক-বান্ধব উল্লেখ করে অনেকেই তাদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি ছিল কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ঘটনা।

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি, মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজোয়ানুল হক রাজা, বর্তমান সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক রনজক রিজভী সহ অন্যান্য কমিটির সদস্যরা।

এছাড়া, অতিথিদের বক্তব্য পর্বের পর কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক রনজক রিজভীকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি মো. শেখ সাদী। অনুষ্ঠানের পরিচালনা করেন সমিতির নির্বাহী কমিটির সদস্য আকতার উজ জামান। সংবর্ধনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সচিব মোহাম্মদ মহিবুল্লাহ সায়েম।

সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাদের দায়িত্বের প্রতি অঙ্গীকার এবং সমিতির মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়নে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button