
ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের বিভিন্ন জেলাগুলোর ওপর দিয়ে রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ (১১ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রবণতা থাকবে বিশেষ করে পূর্ব, উত্তর ও দক্ষিণ অঞ্চলে। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নারসিংদী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও বৃষ্টি হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে মে মাসের শেষভাগে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাশ। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৪-২৬ মে’র মধ্যে ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রামের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে পশ্চিমবঙ্গ ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে আঘাত হানার সম্ভাবনাও রয়েছে।
তিনি সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।