আবহাওয়া

ঢাকায় রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

উজ্জ্বল রায়

ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের বিভিন্ন জেলাগুলোর ওপর দিয়ে রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ (১১ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রবণতা থাকবে বিশেষ করে পূর্ব, উত্তর ও দক্ষিণ অঞ্চলে। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নারসিংদী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও বৃষ্টি হতে পারে।


Rain

এদিকে বঙ্গোপসাগরে মে মাসের শেষভাগে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাশ। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৪-২৬ মে’র মধ্যে ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রামের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে পশ্চিমবঙ্গ ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে আঘাত হানার সম্ভাবনাও রয়েছে।

তিনি সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button