দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বীট এলাকায় দেশের প্রথম বন খেজুর (বৈজ্ঞানিক নাম Phoenix acaulis) গাছের সন্ধান পাওয়া গেছে। বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এই প্রথমবারের মতো এ বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদের দেখা মিলল।
সামাজিক বন বিভাগের আওতাধীন ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ী পাটাবন এলাকায় গাছটির অবস্থান শনাক্ত করা হয়। রোববার (১১ মে) উদ্ভিদটি সরেজমিন পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাইদুর রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন– সামাজিক বন বিভাগের দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মোশারফ হোসেন, সদর রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন ও ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বন কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ রক্ষায় এই বন খেজুর গাছের গুরুত্ব অপরিসীম। এটি সংরক্ষণের জন্য বন বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।



