চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সশস্ত্র হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। গতকাল (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে জনসমাগমের মধ্যেই তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সময় আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসা ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে আসা ৮-১০ জন অস্ত্রধারী আকবরকে লক্ষ্য করে গুলি চালায়। পালাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ জানান, এটি একটি পরিকল্পিত হামলা এবং আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। প্রাথমিক তদন্তে এটি টার্গেট কিলিং হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের ধারণা, চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোটো সাজ্জাদ, যিনি বর্তমানে কারাবন্দি, তার সঙ্গে আকবরের পুরোনো দ্বন্দ্বের জের ধরেই এই হামলা চালানো হয়েছে। মার্চ মাসে সাজ্জাদকে ঢাকার একটি শপিংমল থেকে গ্রেফতারের ঘটনায় আকবরের সংশ্লিষ্টতা ছিল বলে সন্দেহ করছে সাজ্জাদপন্থীরা। এটি সেই ঘটনারই প্রতিশোধ হতে পারে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং হামলার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।



