বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
মোহনা অনলাইন
বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল(২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই ঘোষণা দেন।
রিজভী আহমেদ বলেন, “আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, শত শত মিথ্যা মামলায় জীবন অতিবাহিত করতে হয়েছে। এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শহীদ আরমান মোল্লারা। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না।”
তিনি আরও বলেন, “তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন—এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে। ইনশাআল্লাহ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে।”
‘আমরা বিএনপি পরিবার’ আরমান মোল্লার পরিবারের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, “সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারের পাশে থাকা। যে জীবন দিয়েছে, তার সন্তানরা যেন শিক্ষিত ও স্বাবলম্বী হয়ে গড়ে ওঠে, সেটাই হওয়া উচিত।”
এ সময় স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আরমান মোল্লার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী আহমেদ।



