
এ বছর আরাফাতের ময়দানে হজ্জ ১৪৪৬/২০২৫ এর গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করবেন ফজীলাতুশ শাইখ প্রফে. ড. সালেহ বিন হুমাইদ (হাফি.)।
বিগত বছরগুলোর মতো এ বছরও বাংলায় খুতবাটির লাইভ অনুবাদ শোনা যাবে বলেও সরকারি ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।
ফজীলাতুশ শাইখ প্রফে. ড. সালেহ বিন হুমাইদ (হাফি.) সৌদি আরবের শুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, হারামাইন শারীফাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সাবেক প্রধান, সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের সাবেক ডিন, ইসলামের সেবার জন্য কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, আরো অনেক মর্যাদা ও পদবীতে ভূষিত মসজিদে হারামের অত্যন্ত প্রবীণ ও সম্মানিত ইমাম এবং খতিব তিনি।