সংবাদ সারাদেশ

বান্দরবানে পর্যটক ভ্রমণে বাধা নেই

মোহনা অনলাইন

পাহাড়কন্যা খ্যাত বান্দরবান, প্রকৃতি প্রেমী পর্যটকদের জন্য এক স্বর্গ। এখানে সবুজ-নীল দিগন্তের মধ্যে মনোমুগ্ধকর পাহাড়ি জীববৈচিত্র্য উপভোগ করতে করতে সাঙ্গু নদীর স্বচ্ছ জলরাশির স্নিগ্ধতা অনুভব করা যায়।

সম্প্রতি, প্রশাসন রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ জুন থেকে এই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা lifted করা হয়েছে।

গত ৩ জুনের আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, রুমা বাজার থেকে বগালেক (মুনলাই পাড়াসহ) এবং থানচি থেকে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ মার্চ থেকে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে এসব এলাকায় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা ছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলেন, “দেশের সকল জেলার জনসাধারণকে বান্দরবান ভ্রমণের আহ্বান জানাচ্ছি।”

এখন পর্যটকরা বাকলাইপাড়া সড়কপথে তমাতুঙ্গী এবং রহস্যময় বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবে। তবে, এসব এলাকার বাইরে না যাওয়ার জন্য সকল পর্যটককে অনুরোধ করা হয়েছে।

বান্দবানের এই অপার সৌন্দর্য উপভোগের জন্য আর দেরি না করে বেরিয়ে পড়ুন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button