সংবাদ সারাদেশ

কামরাঙ্গীরচরে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন

মোহনা অনলাইন

ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় একটি তুচ্ছ বিষয় নিয়ে বাবার ছুরিকাঘাতে ২৫ বছর বয়সী যুবক রাহাবুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত রাহাবুল তার বাবা জুয়েল রানার সঙ্গে কামরাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় থাকতেন। রাহাবুলের মা শাহনাজ বেগম মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে গৃহকর্মীর কাজ করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, জর্ডানে অবস্থানরত মা শাহনাজ বেগম স্বামী ও সন্তানকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাহাবুলের পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ায় তিনি প্রথমে ছেলেকে সেখানে নিতে চান, কিন্তু জুয়েল রানা এতে অসন্তুষ্ট হন, কারণ তিনি নিজে আগে যেতে চান।

এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল রানা রাহাবুলের বুকের নিচে ছুরিকাঘাত করেন। পরে তিনি নিজেই ফোন করে রাহাবুলের মামা হুমায়ুনকে বিষয়টি জানান। হুমায়ুন দ্রুত রাহাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকেই জুয়েল রানা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাহাবুলের বড় ভাই উত্তরবঙ্গে থাকেন এবং তিনি ঢাকা আসছেন। তিনি থানায় এলে মামলা নেওয়া হবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button