সংবাদ সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ মাসুদপুর সীমান্ত দিয়ে আবারো ২০ জন বাংলাদেশী নাগরিক পুশইন

মোহনা অনলাইন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক মাসুদপুর সীমান্ত হতে পুশইনকৃত ২০ জন বাংলাদেশী নাগরিক আটক । এদের মধ্যে ০৩ জন পুরুষ, ০৭ জন মহিলা এবং ১০ জন শিশু । আটককৃত সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায়।

১৮ জুন বুধবার (২০২৫) আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের সময় অত্যন্ত দূযোর্গপূর্ণ প্রতিকুল আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়। বর্তমানে ব্যাক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button