অর্থনীতি

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল রিমার্ক, বাংলাদেশি কসমেটিকসে বিশ্ববাজারে নতুন সম্ভাবনা

মোহনা অনলাইন

শ্রমিকবান্ধব পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির এমডি আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলম সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কসমেটিকস প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সাখাওয়াত হোসেন বলেন, “মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে রিমার্ক শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও কসমেটিকসে আস্থা তৈরি করেছে।”
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “রিমার্কের এই স্বীকৃতি অন্য প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠানে রূপান্তরের অনুপ্রেরণা জোগাবে।”

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থা সিজিএমপি ও আইএসও স্বীকৃত এবং হালাল কসমেটিকস উৎপাদনেও রিমার্ক পথিকৃৎ। তিনি আরও বলেন, “এই পুরস্কার আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে আরও উদ্ভাবনী ও নিরাপদ পণ্য তৈরিতে উৎসাহিত করবে।”

এর আগে রিমার্ক দুবাইয়ে অনুষ্ঠিত স্কিনকেয়ার মেলা ‘দুবাই ডার্ম’-এ অংশ নিয়ে মধ্যপ্রাচ্যের বাজারে ২ মিলিয়ন ডলারের রফতানি আদেশ পেয়েছিল। এবার ২৫ জুন শুরু হতে যাওয়া এশিয়ার অন্যতম বৃহৎ কসমেটিকস প্রদর্শনী ‘কসমোপ্রফ-২০২৫’-এ অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) এর সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, “রিমার্কের সাফল্য কসমেটিকস খাতে দেশের আমদানিনির্ভরতা কমিয়ে দিয়েছে এবং কর্মসংস্থান ও দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখছে।”

দেশীয় প্রযুক্তি, গবেষণা ও গুণগত মানে ভর করে দক্ষিণ এশিয়ার কসমেটিকস শিল্পে রিমার্ক একটি নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button