সংবাদ সারাদেশ

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান ও ২ বসতবাড়ি পুড়ে ছাই

মোহনা অনলাইন

বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ও ২টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে একটি প্রতিবন্ধী ব্যক্তি আহত হন, এছাড়াও প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার সূত্রপাত হয় রফিক হাওলাদারের তৈলের দোকান থেকে। পরে আগুন পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুইটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে তৈলের দোকান, চায়ের দোকান ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পাশে একটি খাল থাকায় দ্রুত পাম্পিং করে আগুন নিয়ন্ত্রণে আনি। একটি বসতবাড়ি থেকে আহত অবস্থায় একজন প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন,হঠাৎ দেখি তৈলের দোকানে আগুন জ্বলছে। এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছবি: সংগৃহীত

চায়ের দোকানদার শহিদুল ইসলাম জানান, আমার দোকানের পাশে তৈলের দোকান ছিল। আগুন দেখে আমি বাইরে বের হয়ে নিজে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

চোখে কান্না কন্ঠ নিয়ে শহিদুল ইসলামের স্ত্রী বলেন,আমাদের দোকান ও ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। মেয়ের বিয়ের জন্য আসবাবপত্র কিনেছিলাম, তাও আগুনে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের পাশে দাঁড়ান।

তৈলের দোকানদা রফিক হাওলাদারের ভাই পারভেজ হাওলাদার জানান, আমার ভাই তৈলের ড্রাম থেকে তেল উঠানোর সময় মোটরে আগুন ধরে যায়। আমরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। আগুনে আমার ভাইও আহত হন।

ঘটনার পরপরই বরিশাল কাউনিয়া থানার এসআই আবদুল আউয়াল ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান,৯৯৯ নম্বরে সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তিনি বলেন, ঘটনাস্থলে এসেই দেখেছি হৃদয়বিদারক পরিস্থিতি। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button