Top Newsআন্তর্জাতিক

চীন, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে: জেনারেল চৌহান

মোহনা অনলাইন

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির দূরত্ব বাড়ছে। বিপরীতে, ঢাকা-ইসলামাবাদ-বেইজিং সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এমন ভূরাজনৈতিক বাস্তবতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান।

মঙ্গলবার (৮ জুলাই) ভারতের শীর্ষ সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, “চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অপরের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।”

তিনি আরও বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ ঋণ-কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করছে, যা ভারতের জন্য হুমকি হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন ও আদর্শিক বিচ্যুতিও ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জের অন্যতম উৎস।”

পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা নিয়েও উদ্বেগ জানান তিনি। চৌহান বলেন, “সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র (চীন-পাকিস্তান) একটি যৌথ সামরিক সংঘাতে জড়ানোর মতো প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও জানান, গত পাঁচ বছরে পাকিস্তান তাদের সামরিক অস্ত্র ও সরঞ্জামের প্রায় ৭০-৮০ শতাংশই চীন থেকে সংগ্রহ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button