সংবাদ সারাদেশ

ফেনীতে বন্যার্তদের পাশে আনসার ভিডিপি

মোহনা অনলাইন

ফেনীর বন্যা কবলিত পরশুরাম ফুলগাজী উপজেলা পরিদর্শন ও আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আনসার বিডিপি।

রোববার (১৩ জুলাই) দুপুরে আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান উপস্থিত থেকে এ খাবার বিতরণ করেন।

এসময় ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন, পরশুরাম উপজেলা আনসার কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা কর্মকর্তা আমির হোসেনসহ আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আনসার কমান্ড্যন্ট হেলাল উদ্দীন জানান, বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশনা মোতাবেক কুমিল্লা রেঞ্জের পরিচালক এর তত্বাবধানে বন্যা কবলিত এলাকায় ভিডিপি সদস্যরা পানি বন্দি মানুষের উদ্ধারে সহযোগিতা করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে ।

এছাড়াও ইতোমধ্যে ৪শত পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ রোববার রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, পানি নেমে গেলেও বন্যা কবলিত এলাকায় রান্নার পরিবেশ না থাকায় দূর্গত এলাকায় খাবার বিতরণের মাধ্যমে অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর উদ্যেগ নেয়া।

কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান বলেন, বন্যা শুরু থেকে আনসার ভিডিপির মহাপরিচালক অত্র এলাকার সার্বিক খোঁজ খবর নিয়েছেনএবং উদ্ধার কাজে ভিডিপি সদস্যদের সহযোগিতায় সাধারন মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এবং প্রথম দাপে ৪ শত পরিবারকে শুকনো খাবার আজ রোববারসহ ২য় দাপে ৫ শত পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা আসলে আমরা আপনাদের মাঝে তা আবারও পৌঁছে দিবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button