Top Newsশিক্ষা

চলছে জাকসু’র নির্বাচন

মোহনা অনলাইন

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবার ভোট হচ্ছে ওএমআর ব্যালটে, যেখানে শিক্ষার্থীরা টিক চিহ্ন (✓) দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করছেন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে লড়ছেন ৮ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৫৯।

পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে ৮টি প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাগছাসের সম্মিলিত ঐক্য ফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল (সম্প্রীতির ঐক্যসংশপ্তক পর্ষদ) এবং আরও তিনটি স্বতন্ত্র প্যানেল।

ভিপি পদে আলোচনায় আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আরিফুজ্জামান উজ্জল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ জিতু, ছাত্রদলের শেখ সাদী হাসান ও শিবির সমর্থিত আরিফ উল্লাহ। অন্যদিকে জিএস পদে আলোচনায় রয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম, ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী এবং বাগছাস সমর্থিত তৌহিদ মোহাম্মদ সিয়াম।

এদিকে নির্বাচনকে ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহিরাগত ও প্রাক্তন নেতারা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করছেন এবং এমনকি আগের রাতে ইসির সঙ্গে বৈঠকও করেছেন। এতে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button