সংবাদ সারাদেশ

কুষ্টিয়ার উন্নয়ন ভাবনা সাংবা‌দিক‌দের জানা‌লেন শেখ সাদী

মোহনা অনলাইন

কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নিজেদের অবস্থান তুলে ধরেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর এক‌টি হোটেলে আয়োজিত সভায় অংশ নি‌য়ে শেখ সাদী তিনি বলেন, রাজনীতিতে এসেছি সমাজ ও দেশের পরিবর্তনের জন্য।

তিনি বলেন, শুধু ব্যবসা করে নিজের পরিবারকে ভালো রাখা যায়, কিন্তু সমাজ ও দেশের উন্নয়ন করতে হলে রাজনীতি অপরিহার্য। ব্যবসায়ী হিসেবে যা পেরেছেন, করেছেন, এবার রাজনীতির মাধ্যমে আরও বড় পরিবর্তন আনতে চান। তাঁর লক্ষ্য কুমারখালী ও খোকসার উন্নয়নকে গতিশীল করা।

মতবিনিময় সভায় শেখ সাদী জানান, দীর্ঘদিন ধরে তিনি কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে কাজ করছেন। তাঁর প্রতিষ্ঠান এশিউর গ্রুপে কুষ্টিয়ার এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান থেকে উপার্জিত অর্থ দিয়ে প্রায় দেড়শ শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তা করছেন।
শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা

শেখ সাদী দাবি করেন, কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮টি স্কুলের নতুন ভবন নির্মাণে তিনি সহায়তা করেছেন। তিনি আরও বলেন, তিনি প্রচারে বিশ্বাসী নন, কাজে বিশ্বাসী। কাজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না।

সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নের জবাবে প‌রে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রশ্ন করুন। কোনো ত্রুটি থাকলে আপনার প্রশ্নের মাধ্যমে আমি তা সংশোধন করতে পারব।” এটি তাঁর স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলামের সঞ্চালনায় কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব‌্য রা‌খেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক রনজক রিজভী। সভাপতিত্ব করেন মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক। এছাড়াও বক্তব‌্য রা‌খেন সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, তারিকুল হক তারিক, শরীফুল ইসলাম এবং কে এম আর শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ‌তে অংশ নেন ঢাকায় কর্মরত খোকসা-কুমারখালীর গণমাধ‌্যমকর্মীসহ সি‌নিয়র সাংবা‌দিকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button