রাশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে গুঞ্জনই সত্যি হল। লাখো ভক্তের হৃদয় ভেঙে হ্যান্ডসাম হাঙ্ক বিজয় দেবেরাকোন্ডা নাকি তাঁর ড্রিম গার্ল রশ্মিকার অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন শুক্রবার সন্ধ্যায়।
নবরাত্রি আর দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বিরাট সুখবর সিনেজগত থেকে। একাদশীর রাতে দক্ষিণ থেকে এল গুড নিউজ। টলিউডের (তামিল ইন্ডাস্ট্রি) অন্দরের খবর, শুক্রবার সন্ধ্যায় বাগদান সেরে ফেলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দন্না। অনুষ্ঠানটি খুব গোপন রাখা হয়েছিল, যেখানে কেবল পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।
যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘদিন ধরেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে ছিলেন সলমনের সিকান্দার নায়িকা। কবে বিয়ে করবেন দুজনে? ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি বিজয় ও রশ্মিকার গাঁটছড়া বাঁধতে পারেন। তবে বিয়ের বাকি বিবরণ এখনও অজ্ঞাতই রয়েছে।
কতদিন ধরে একে অপরের সাথে ডেটিং করছেন? উভয় অভিনেতাই তাঁদের সম্পর্ককে নিয়ে কখনও অফিসিয়াল মন্তব্য করেননি। তবে অনেক সময় তাদের দুজনকে একসাথে রেস্তোরাঁয় দেখা গেছে এবং একসাথে ছুটি উদযাপন করতে দেখা গেছে।
বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল। আগামিতে হরর কমেডি ছবি ‘থিমা’-তে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। ছবিতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল। ছবিটি ২০২৫ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিজয় দেবেরাকোন্ডাকে সম্প্রতি গৌতম তিন্নানুরির ছবি ‘কিংডম’-এ দেখা গিয়েছিল।



