ছাত্রদলের সামাজিক সংগঠন “তারুণ্যের আলো ফাউন্ডেশনের”সার্বিকভাবে তত্বাবধানে রামগঞ্জের চন্ডিপুরে মা ও মেয়েকে জবাই করে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। শনিবার (১১ অক্টোবর) ৫ ঘটিকায় এই মানববন্ধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন , জামিল চৌধুরী উপজেলা যুব দলের সিনিয়র সদস্য,শাহ রিয়ার রহমান সাধারন সম্পাদক তারুণ্যের আলো ফাউন্ডেশন,সাইফুল ইসলাম সুজনলক্ষ্মীপুর জেলা ছাত্রদের সহ-সভাপতি,মোবারক হোসেন(রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি,মেহেদী হাসান ৪নং ইছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক,শামিম হোসেন রামগঞ্জ শাখা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক,সজীব হোসেন পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক,তারুণ্যের আলো ফাউন্ডেশন,মিরাজ সরকার সহ-সভাপতি তারুণ্যের আলো ফাউন্ডেশন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে তারুণ্যের আলো ফাউন্ডেশন এর মডারেটর ছাত্রনেতা মিলন হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,যে যারা হত্যাকাণ্ড ঘটায়, তারা শুধু নিরপরাধ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করে না, বরং দেশের ঐক্য এবং সমৃদ্ধি বিনষ্ট করে। ক্ষমতা অপরাধকে আড়াল করতে পারে না,ন্যায় প্রতিষ্ঠার সামনে সবাই সমান।
হত্যাকারী যতই যাঁতুক শক্তিশালী হোক,ন্যায়বিচার বাধ্যতামূলক। তিনি আরো বলেন আমি যেহেতু ছাত্রদলের সাথে সম্পৃক্ত আছি আমি আমার লিডার দেশ নায়ক তারেক রহমানের বক্তব্যের একটা খন্ড লাইন দিয়ে শেষ করতে চাই তিনি বলেন, “যারাই ক্ষমতায় যাক, সব হত্যা‑নির্যাতনের বিচার করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তবা দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে।”
তার একথার মাধ্যমে আমরা বুঝতে পারি আগামীদিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে অবশ্যই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।



