ঢাকা জেলার দক্ষিণে অবস্থিত দোহার উপজেলায় চালু হলো প্রথম সরকারি অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ও জেলা প্রশাসকের অনুমোদনে পরিচালিত এই কেন্দ্রটি নাগরিকদের জন্য দালালমুক্ত, হয়রানিমুক্ত এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করবে।
উপজেলায় নাগরিকদের জন্য দালাল মুক্ত ভূমিসেবা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অনলাইন মাস্টারের সত্ত্বাধিকারী শেখ সোহানকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের অনুমোদন প্রদান করেন। যার সনদ নং ৫১/২০২৫।
বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ৮০০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে দোহারের এই কেন্দ্রটি অন্যতম।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রে যেসব সেবা পাওয়া যাবে সেগুলো হলো- ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, নামজারী (খারিজ) আবেদন, অনলাইনে মিউটেশন, খতিয়ান ও জমির নকশা সংগ্রহ এবং ভূমি সংক্রান্ত পরামর্শ ও দালালমুক্ত সহায়তা।



