সংবাদ সারাদেশ

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা

মোহনা অনলাইন

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের রেলস্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার–ফেস্টুন নিয়ে দলের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

শোভাযাত্রা চলাকালে গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফ বলেন, “গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়— সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, “এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button