বিএনপির রাজনীতিতে নতুন মুখ হিসেবে আগমন ঘটেছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের, যিনি শহীদ জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই।

রবিবার দুপুর ৩টায় তিনি শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেন এবং বিখ্যাত সূফি সাধক হযরত শাহ সুলতান মাহমুদ বালখী (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এ সময় দেশের শান্তি, জিয়া পরিবারের মঙ্গল ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
জিয়ারতকালে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম উপস্হিত ছিলেন।

এসময় জুলাই আন্দোলনে শহীদ সেলিম মাস্টারের ভাইকে বুকে জড়িয়ে নেন স্নিগ্ধ। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় শহীদ সেলিমের ভাই।
এরপর তিনি বিকাল ৪ টায় মীর স্নিগ্ধ শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র-জনতা সমাবেশে যোগ দিবেন।



