কোস্টগার্ডের টানা তিন দিনের অভিযানে সুন্দরবন থেকে নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার
মোহনা অনলাইন
কোস্টগার্ডের দীর্ঘ অভিযানের সুন্দরবন থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক বিমান পাইলট নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্টগার্ডের উদ্ধারকারী দল মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
গত শনিবার (৮ নভেম্বর) সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে যাবার পথে জালিবোট ডুবে তিনি নিখোঁজ হন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ওইদিন করমজল পর্যটন কেন্দ্রে যাবার পথে দুপুর ১ টা নাগাদ পর্যটকদের পরিবহনকারী বোটটি সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডুবে যায়। এ সময় স্থানীয় অন্য বোট ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করতে পারলেও ওই নারী নিখোঁজ হন। খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও হারবারিয়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল কোস্টগার্ডের বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। পরে টানা ৩ দিনের উদ্ধার অভিযান শেষে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।



