সংবাদ সারাদেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

মোহনা অনলাইন

জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্ত শেষ করতে আরও এক মাস সময় চান। পরে তা মঞ্জুর করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় ফজলে করিমসহ পাঁচজন গ্রেপ্তার রয়েছেন। অন্যরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।

এর আগে, ১২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময়ের আবেদন করে প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। গত ৭ সেপ্টেম্বর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়। আবেদন মঞ্জুর করে তদন্ত প্রতিবেদনের জন্য ১২ অক্টোবর দিন ধার্য রাখেন ট্রাইব্যুনাল।

চলতি বছরের ৮ এপ্রিল ফজলে করিমের জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। তবে তার জামিন মেলেনি। ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫০ জনকে আসামি করা হয়। তবে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে চট্টগ্রামে ওয়াসিমসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একটি মামলা হয়। এতে ফজলে করিমসহ বেশ কয়েকজন আসামি হিসেবে রয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button