সংবাদ সারাদেশ

এক রাতে ৪ ঘণ্টার ব্যবধানে সাবেক দুই সংসদ সদস্যের মৃত্যু

মোহনা অনলাইন

এক রাতে মাত্র চার ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন সাবেক দুই সংসদ সদস্য। তারা হলেন- সিরাজগঞ্জ-৬ আসনের দুইবারের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার এবং বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদার।

সোমবার দিবাগত রাত ১১টার পরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার। তার বয়স হয়েছিল ৯২ বছর।

নুরুল ইসলাম দীর্ঘ রাজনৈতিক জীবনে কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। পরে ১৯৮৬ ও ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নুরুল ইসলাম। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শাহজাদপুর ও চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শোকপ্রকাশ করেছেন।

এর চার ঘণ্টা আগে মারা যান বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান তালুকদার।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button