স্বাস্থ্য

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

মোহনা অনলাইন

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। গত বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এই টিকার অনুমোদন দেয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে যখন বিশ্বজুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়ছে, তখন এই টিকাকে ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট তৈরি করেছে ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকা। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য এর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বে শুধু ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা প্রচলিত আছে, যা তিন মাসের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়। নতুন টিকার সবচেয়ে বড় সুবিধা হলো-এটি একবার নিলেই কার্যকর হবে। ফলে টিকাদান কর্মসূচি আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস বলেন, ‘ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি আমাদের কয়েক দশক ধরে ভোগাচ্ছে, এখন আমরা অত্যন্ত শক্তিশালী একটি হাতিয়ার দিয়ে তার মোকাবিলা করতে পারব।’

দীর্ঘ আট বছর ধরে ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়ে টিকাটি তৈরি করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ।

২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড ছাড়ায়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয় প্রায় ১২ হাজার মানুষের। এর অর্ধেকের মতো মৃত্যু ঘটে ব্রাজিলে। গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানান, টিকা উৎপাদনের জন্য চীনা কোম্পানি উশি বায়োলজিক্স-এর সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ সরবরাহ করা হবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button