সংবাদ সারাদেশ

উন্নয়ন অর্জন আর সক্ষমতায় পচাত্তরে মোংলা সমূদ্র বন্দর

মোহনা অনলাইন

উন্নয়ন অর্জন আর সক্ষমতায় পচাত্তর বছরে পা দিয়েছে মোংলা সমুদ্র বন্দর। সোমবার (১ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনে মোংলা বন্দর উদযাপন করলো প্লাটিনাম জয়ন্তী।সকালে র‍্যালি ও বেলুন কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। শনিবার রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত সব জাহাজে একযোগে হুইসেল বাজিয়ে উৎসবের সূচনা করা হয়।

জেটি এলাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) (অ:দা:) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ (যুগ্মসচিব), ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, হারবার মাস্টার, কর্নেল মো: ফিরোজ ওয়াহিদ, বিভাগীয় প্রধানগণ, বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীগণ।

এদিন কৃতিত্বপূর্ণ কাজে ২১ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ক্যাটাগরিতে ২৯ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ৫৬ অবসরপ্রাপ্ত কর্মীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বন্দর কতৃপক্ষ বলছে, অর্জনের বছর ২০২৪-২৫ অর্থবছরে বন্দর সব লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এখানে
লক্ষ্যমাত্রার ১৭.২৫% বেশি কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে। কন্টেইনার ২১,৪৫৬ টিইইউজ (৭.২৮% বেশি)। এতে রাজস্ব আয় ছাড়িয়েছে ৩৪৩.৩০ কোটি টাকা এবং বন্দর নীট মুনাফা করেছে ৬২.১০ কোটি টাকা (২০৩% বেশি)। বর্তমানে প্রতি ঘণ্টায় ২৪টির বেশি কন্টেইনার হ্যান্ডলিং ও একসঙ্গে ৫ জাহাজ পরিচালনার সক্ষমতা অর্জন করেছে বন্দর। এছাড়া
ড্রেজিং, সহায়ক জলযান সংগ্রহ, জেটি নির্মাণ, বন্দর সম্প্রসারণ—এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দর বছরে ১.৫০ কোটি টন কার্গো ও ৪ লক্ষ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা পাবে।

মোংলা বন্দর একদিকে যেমন দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যের রুট সম্প্রসারণ করেছে তেমনি রাজস্ব আয়ে যুক্ত করছে নতুন পালক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button