বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পঞ্চগড়ের বোদায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বোদা সদর ইউনিয়নের ডকসাপাড়া এলাকায় এ আয়োজন করেন পঞ্চগড় জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক লাইলী বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর মান্নান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তফিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



