শাহরুখপুত্র আরিয়ান খান বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। এবার ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুব শিগগিরই পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে।
গত ২৮ নভেম্বর আরিয়ান খান তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদও।
সদ্য পরিচালক হওয়া আরিয়ানকে দেখে ক্লাবে উপস্থিত অতিথিদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সকলে তারস্বরে গান এবং চিৎকার-চেঁচামেচির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। আরিয়ান তখন নাইটক্লাবের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। উপস্থিত জনতার উল্লাস দেখে ব্যালকনি থেকেই তিনি তাঁদের উদ্দেশে মধ্যমা দেখান। ক্যামেরাবন্দি হওয়া সেই মুহূর্তটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন বিতর্ক।
ভিডিওটি শেয়ার করে বেঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, স্থানীয় অশোকনগর থানার পুলিশকে ট্যাগ করে আরিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন অনেকে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, বিষয়টি জানতে পেরেই স্থানীয় পুলিশ নড়েচড়ে বসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং নাইটক্লাবের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, আরিয়ান কেন এমন আচরণ করলেন, উপস্থিত অতিথিদের চিৎকার-চেঁচামেচি দেখেই কি তিনি এটি করেছেন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে?
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বেঙ্গালুরুতে তাঁর আচরণ নিয়ে যে তীব্র নিন্দা শুরু হয়েছে, তাতে ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।



